সিহাহ সিত্তা

সিহাহ সিত্তা হাদীসের শ্রেষ্ঠ গ্রন্থ

Print Friendly, PDF & Email

Loading

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জন্মের পর থেকে মৃত্য পর্যন্ত একজন মানুষ কিভাবে তাঁর জীবন  পরিচালনা করবে ইসলাম বলে দিয়েছে কুরআন ও হাদীসে । যদি কেউ  এ নিয়ম নীতি মেনে চলে তাহলে সে শান্তি পাবে এ জগতে এবং পরকালে । ইসলামী রীতি অনুযায়ী মহা গ্রন্থ আল কুরআন এর পর হাদীসের অবস্থান । হাদীস থেকে আমরা জানতে পারি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ ও কুরআনের ব্যাখ্যা । পৃথিবীতে হাদীস গ্রন্থের সংখ্যা অনেক থাকলেও এর মধ্যে প্রসিদ্ধ বা শ্রেষ্ঠ  সিহাহ সিত্তা হাদীস গ্রন্থ ।   

এ পোস্টে যা আছে –

সিহাহ সিত্তা  কী

“সিহাহ” অর্থ বিশুদ্ধ “সিত্তা ” মানে ছয় অর্থাৎ সিহাহ সিত্তা  অর্থ “বিশুদ্ধ ছয় “ । ইসলামী পরিভাষায় ছয়টি হাদীসের গ্রন্থকে সিহাহ সিত্তা  বলা হয়। “ সিহাহ সিত্তা “ শব্দটি ভারতীয় উপমহাদেশে ব্যবহার করা হয়। মুহাদ্দিসরা “আল -কুতুবুস সিত্তা” পরিভাষা ব্যবহার করেছেন ।  আমদের সিহাহ সিত্তা হাদীস  গ্রন্থের সহীহ আল বুখারী ও সহীহ মুসলিমের সকল হাদীস সহীহ কিন্তু বাকী চারটিতে কিছু অনির্ভরযোগ্য হাদীস থাকেলও গ্রন্থগুলো গ্রহণযোগ্য । যার কারণে অনেকে এ ৬টি গ্রন্থকে  প্রসিদ্ধ বা শ্রেষ্ঠ  হাদীস গ্রন্থ বলে থাকে ।  

সিহাহ সিত্তা  গ্রন্থসমূহ

 পৃথিবীতে যতো হাদীস গ্রন্থ আছে সেগুলোর মধ্যে সিহাহ সিত্তা হাদীস গ্রন্থ শ্রেষ্ঠ। হাদীস গ্রন্থগুলো-

১. সহীহ আল বুখারী

২. সহীহ মুসলিম

৩. সুনান আবু দাউদ

৪. সুনান তিরমিযি

৫. সুনান আন নাসাঈ

৬. সুনান ইবনে মাজাহ

সিহাহ সিত্তা হাদীস গ্রন্থের সহীহ আল বুখারী ও সহীহ মুসলিম গ্রন্থকে  একত্রে “সহীহাইন “বলা হয় । বাকী চারটি সুনান গ্রন্থকে একত্রে “সুনানে আরবার” বলা হয় । “সুনান” মানে যে হাদীস গ্রন্থ ফিকাহর তারতীব অনুযায়ী সাজানো হয়েছে ।  ৭ম শতক পর্যন্ত সুনান ইবনে মাজাহ ব্যতীত ৫ টি গ্রন্থকে মহাদ্দিসগন হাদীস শিক্ষা ও শিক্ষাদানের ভিত্তি হিসাবে নিতেন । সুনান ইবনে মাজাহ যোগ করেন ৫ম-৬ষ্ঠ শতকের মুহাদ্দিস মুহাম্মদ ইবনু তাহির মাকদিসী   ও আবুল ফাদল ইবনুল কাইসুরানী ( ৫০৭ হি) ।   

হাদীসের প্রয়োজনীয়তা   

যা আমদেরকে সহজ করে দিয়েছে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত  অনুসরণ করতে । তাঁকে অনুসরণ ও আনুগত্যই আমাদের আমাদের ক্ষমার ও নাজাতের একমাত্র ওসীলা ।

আল্লাহ্‌ কুরআনে বলেন-

আর তোমরা আনুগত্য কর আল্লাহ্‌ ও রাসূলের , জাতে তোমাদেরকে রহমত করা হয় ।         

                         (সূরা আল ইমরানঃ আয়াত ১৩২) 

তাঁর আনুগত্যই আল্লাহ্‌র আনুগত্য করা হয় । সূরা নিসাতে আল্লাহ্‌ বলেন –

যে ব্যক্তি রাসূলের হুকুম মান্য করল সে আল্লাহ্‌রই হুকুম মান্য করল । আর যে লোক বিমুখতা করল , আমি আপনাকে তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাইনি ।

(সূরা নিসাঃ আয়াত ৮০)

মুমিনের জন্য একমাত্র অনুকরণীয় আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ । আল্লাহ্‌ বলেন-

আর আল্লাহ্‌ এবং তার রাসূলের হুকুম মান্য কর – যদি ঈমানদার হয়ে থাক ।

                                    (সূরা আনফালঃআয়াত ১ )

নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে , যারা আল্লাহ্‌ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য ।  

                        ( সূরা আহযাবঃ আয়াত ২১ )

এছাড়া কুরআনের আরো বহু জায়গায় রাসূলের অনুসরণের কথা বলা হয়েছে।   

সকল যুক্তি, তর্ক, দ্বিধার ঊর্ধ্বে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বিধিনিষেধ গ্রহণ করা মুমিনের দায়িত্ব ।

আমরা হাদীস্ থেকে পাই –

ইবনু আব্বাস (রা।) বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্বের ভাষণে বলেন-

আমি তোমাদের মধ্যে যা রেখে যাচ্ছি তা যদি তোমরা আঁকড়ে ধরে থাক তাহলে কখনো পথভ্রষ্ট হবে না, তা হলো – আল্লাহ্‌ কিতাব ও তাঁর নবীর সুন্নাত ।

        ( হাকিম, আল-মুস্তাদরাক ১/১৭১, নং ৩১৮/৩১, আলবানী, সহীহুত তারগীব ১/৯৩ 

             ইমাম মালিক মুআত্তা গ্রন্থে অনুরূপ একটি হাদীস সনদ ব্যতিত সঙ্কলিত করেছেন। )

আমাদের নবীর সুন্নাত অনুসরণ করতে হলে হাদীসের প্রয়োজন । আমাদের পূর্ববর্তী ঈমামগন তাদের সারাটা জীবন ব্যয় করেছেন হাদীস সংগ্রহে । তাঁদের অক্লান্ত পরিশ্রমের   ফসল আমাদের বর্তমান হাদীস গ্রন্থসমূহ ।

সিহাহ সিত্তা হাদীস গ্রন্থ ও সংকলকদের সংক্ষিপ্ত পরিচিতি

১. সহীহ আল বুখারী

সিহাহ সিত্তা
সহীহুল বুখারী

সিহাহ সিত্তা হাদীস গ্রন্থের প্রথম যে গ্রন্থের নাম সেটা সহীহুল বুখারী বা বুখারী শরীফ নামে বাংলায় পরিচিত ।

সহীহ আল বুখারী পূর্ণ নাম- আল জামি’উল মুসনাদুস সহীহুল মুখতাসারু মিন উমূরি রাসূলুল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুনানিহী ওয়া আয়্যামিহি ।

গ্রন্থ সংকলন করেন- আবূ আব্দুল্লাহ মুহাম্মদ ইবন ইসমা’ঈল আল-বুখারী ।

হাদীস সংখ্যা

ইসলামিক ফাউন্ডেশন,বাংলাদেশ থেকে প্রকাশিত “বুখারী শরীফ”এ হাদীস সংখ্যা-৭০৫৩টি

তাওহীদ পাবলিকেশন্স থেকে প্রকাশিত “ সহীহুল বুখারী” এ হাদীস সংখ্যা- ৭৫৬৩ টি

আধুনিক বই পাবলিকেশন থেকে প্রকাশিত “ সহীহ আল বুখারী” এ হাদীস সংখ্যা- ৭০৪২ টি  

সিহাহ সিত্তা গ্রন্থের সহীহ আল বুখারীর সবগুলো হাদীস সহীহ । এই হাদীস গ্রন্থের চেয়ে বিশুদ্ধ  হাদীস গ্রন্থ পৃথিবীতে দ্বিতীয়টি নেই । তাই কুরআনের পরেই সহীহ আল বুখারীর  অবস্থান । 

ইমাম বুখারীর সংক্ষিপ্ত পরিচয়

জন্মঃ ১৯৪ হিজরি (৮১০ খ্রিঃ)

মৃত্যুঃ ২৫৬ হিজরি ( ৮৭০ খ্রিঃ)

উপাধিঃ আমিরুল মুমিনীন ফিল হাদীস(হাদীস বর্ণনায় মুমিনদের নেতা ),হাফিজুল হুজ্জা

জন্ম স্থানঃ খোরাসানের বুখরাতে( বর্তমানে উজবেকিস্তানের অংশ)

কয়েকজন উস্তাদঃ

মক্কায় – ১.আবু ওয়ালিদ ইবনে আব্দুল্লাহ

           ২. ইসমাইল বিন সালাম

বোখরায় -১.মোহাম্মদ বিন সালাম

           ২. হারুন বিন আল আশারায় 

উল্লেখযোগ্য কয়েকজন ছাত্রঃ

১. ইমাম মুসলিম

    ২. ইমাম তিরমিযি

    ৩. ইমাম নাসাঈ

     ৪.আবু হাতেম রাজি

গ্রন্থঃ

 ১. সহীহ আল বুখারী

২. আল আদাব আল মুফরাদ

৩. রাফওল ইয়াদাইন ফিস সালাত

৪. আত তারিখ আস সগীর

৫. কিতাব আল-কুনা

৬.কাজায়া আস সাহাবা ওয়া আত-তাবিয়ীন

২. সহীহ মুসলিম

সহীহ মুসলিম সংকলন করেন আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাহরী আন নিশাপুরী ।ইমাম মুসলিম নামে পরিচিত । গ্রন্থে হাদিসের সংখ্যা ৭২৮২ ( ইসলামিক ফাউন্ডেশন,বাংলাদেশ ) । হাদীস গ্রন্থের মধ্যে বুখারীর পরেই সহীহ মুসলিমের অবস্থান ।  সিহাহ সিত্তার দ্বিতীয় হাদীস গ্রন্থ যা বুখারীর পরেই অবস্থান ।

ইমাম মুসলিমের সংক্ষিপ্ত পরিচয়

জন্মঃ কয়েকটি মত আছে – ২০২ হিজরি (৮১৭ খ্রিঃ)  , ২০৪ হিজরি(৮১৯ খ্রিঃ)  ,২০৬ হিজরি (৮২১ খ্রিঃ)

মৃত্যুঃ ২৬১ হিজরি (৮৭৫ খ্রিঃ)

ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ । ইমাম মুসলিমের উল্লেখযোগ্য ছাত্রর মধ্যে ইবরাহীম ইবনে মুহাম্মদ,ইমাম তিরমিযি,ইবন খুযাইমা ।

গ্রন্থঃ

১.আল মুসনাদ আল কাবীর  

২. কিতাব আল জামি আলা আল আবওয়াব

৩. কিতাব আল আসমা ওয়া আল –কুনা

৪. কিতাব আল তামইয়ীয

৫. কিতাব আল ইফবাদ

৬. কিতাব আল আকরান 

৩. সুনান আবু দাউদ

সুনান আবু দাউদ সংকলন করেন আবু দাউদ সুলাইমান ইবনে আল-আশ আস আল আজদি আস -সিজিস্তানি । এ গ্রন্থে হাদীসের সংখ্যা ৫১৮৫ ( ইসলামিক ফাউন্ডেশন,বাংলাদেশ ) ।

ইমাম আবু দাউদ

জন্ম – ২০২ হিজরি (৮১৭ খ্রিঃ অথবা ৮১৮ খ্রিঃ)

মৃত্যুঃ ২৭৫ হিজরি ( ৮৮৯ খ্রিঃ)

তাঁর কয়েকজন উস্তাদঃ

১. কা’ নাবী

২. সুলায়মান ইবনু হারব

৩.মুসলিম ইবনু ইবরাহীম

তাঁর কয়েকজন ছাত্রঃ

১. আন নাসায়ী

২. আবূ আওয়ানাহ

৩. মুহাম্মাদ ইবনু জা’ফার ফিরয়াবী

উল্লেখযোগ্য গ্রন্থঃ

১. ইবতিদাউল ওহায়ী 

২. আখবারুল খায়ারিজ

৩. আ’লামুন নাবুয়্যাহ

৪. কিতাবু মা তাফাররাদা বিহী আহলুল আমসার

৫. কিতাবুস সুনান ( সুনান আবু দাউদ)

৪. সুনান তিরমিযি

আল-জামি’উল কবীর যা “সুনান তিরমিযি” নামে পরিচিত ।

ইমাম তিরমিযির পূর্ণ নাম আবূ ঈসা মুহাম্মদ ইবন ঈসা ইবন সাওরা ইবন মূসা ঈবন আয-যাহহাক আত-তিরমিযি। এ গ্রন্থে সংকলিত হাদীসের সংখ্যা ৩৬০৮ ( ইসলামিক ফাউন্ডেশন,বাংলাদেশ ) ।

ইমাম তিরমিযি

জন্মঃ ২০৯ হিজরি (৮২৪ খ্রিঃ)

মৃতুঃ ২৭৯ হিজরি( ৮৯২ খ্রিঃ)

ইমাম তিমিযির উস্তাদ ছিলেন ইমাম বুখারী । ইমাম তিরমিযির কয়েকজন ছাত্র আবু বকর আহমদ ইবন ইসমা’ঈল ইবন ‘আম্র আস সমরকন্দী, হুসাইন ইবন ইউসুফ আল-ফিরবরী, আহমদ ইবন ‘আলী আল মুকরী ।   

রচনাবলী

১.আল-জামি’উল কবীর যা “সুনান তিরমিযি”

২.আশ- শামায়িলুল মুহাম্মদিয়া ওয়াল খাসায়িলুল মুস্তাফাওয়ীয়া – যা ‘শামায়িলুত তিরমিযি’ নামে পরিচিত।

৩.কিতাবুল মুফরাদ

৪. কিতাবুয যুহদ

৫. কিতাবুল আসমা ওয়াল- কুনা ও

৬. কিতাবুত তারীখ 

৫. সুনান আন নাসাঈ

ইমাম আবু  আবদির রাহমান আহমদ ইবন শু’আয়ার আন-নাসাঈ সিহাহ সিত্তার অন্যতম গ্রন্থ সুনান আন নাসাঈ সংকলন করেন । এ গ্রন্থে সংকলিত হাদীসের সংখ্যা ৫৭৬১ ( ইসলামিক ফাউন্ডেশন,বাংলাদেশ )  ।  

ইমাম আন নাসাঈ

জন্মঃ ২১৫ হিজরি (৮৩০ খ্রিঃ)

মৃত্যুঃ ৩০৩ হিজরি (৯১৫খ্রিঃ)

তাঁর উল্লেখযোগ্য কয়েকজন উস্তাদঃ

১.কুতায়বা ইবন সাঈদ

২. হিশাম ইবন আম্মার

৩. মানসূর সুলামী নিশাপুরী

তাঁর কয়েকজন বিশিষ্ট ছাত্রঃ

১. আবূ বিশর দূলাবী

২. আবূ – আলী হুসায়না নিশাপুরী

৩. হামযা ইবন মুহাম্মদ কিলানী

৪. আবূ জাফর তাহাবী

তাঁর কয়েকটি গ্রন্থঃ

১. সুনানুল কুবরা

২. আল –মুজতাবা (সুনানে নাসাঈ)

৩. তাফসীর

৬. সুনান ইবনে মাজাহ

সুনান মাজাহ সংকলন করেন- আল –হাফিজ আবূ আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইয়াযীদ ইবনু আবদুল্লাহ ইবনু মাজাহ আল- কাযবীনী । সুনান ইবনে মাজাহতে সংকলিত হাদীসের সংখ্যা ৪৩৪১ । 

ইমাম ইবনে মাজাহ

জন্মঃ ২০৯ হিজরি ( ৮২৪ খ্রিঃ)

মৃত্যুঃ ২৭৩ হিজরি (৮৮৬ খ্রিঃ)

তাঁর কয়েকজন উস্তাদঃ

  ১.আবূ মূসা বিন মূসা বিন হিব্বান তামীমা

 ২. আবু বকর বিন আবূ শায়বাহ

৩. আবু বকর আবদুল্লাহ বিন মুহাম্মদ

তাঁর কয়েকজন ছাত্রঃ

১. আলী বিন সাঈদ

২. সুলায়মান বিন ইয়াযীদ

৩. ইবরাহীম বিন দীনার

সিহাহ সিত্তা  হাদীসের গ্রন্থের হাদীসগুলো আমাদের সবার চর্চা করা প্রয়োজন । হাদীস ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ । ইসলামকে জানতে এবং মানতে হাদীসের বিকল্প নাই। অসংখ্য হাদীস থেকে আমরা সহীহ হাদীস সহজে সিহাহ সিত্তা গ্রন্থ থেকে  পেতে পারি । কুরআন ও সুন্নার আলোকে আমাদের জীবন আরো সুন্দর ও শান্তিময়  হোক ।     

আরো পড়ুন –

মুসলিমের জীবনে নিয়তের গুরুত্ব ও তাৎপর্য

তথ্যসূত্রঃ

১. আল কুরআন

২. সিহাহ সিত্তা হাদীস গ্রন্থ

৩. রিজাল শাস্ত্র ও জাল হাদীসের ইতিবৃত্ত- ড . মুহাম্মদ জামাল উদ্দিন

৪. হাদিসের নামে জালিয়াতি -ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)

2 thoughts on “সিহাহ সিত্তা হাদীসের শ্রেষ্ঠ গ্রন্থ”

  1. Pingback: দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন » islamic world

  2. Pingback: ঈমানের তৃতীয় আরকানঃ সকল আসমানী কিতাবের উপর বিশ্বাস - islamic world

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *