শাওয়াল মাসের রোযা -৬ টি

Loading

রমাদান মাসের এক মাস রোযার পর ঈদ উদযাপন করে নানা কাজে ব্যস্ত হয়ে পড়ি। শাওয়াল মাসের রোযা রাখার কথা ভুলে যাই। আমরা একটু চেষ্টা করলে শাওয়াল মাসের রোযাগুলো  রাখতে পারি ।  শাওয়াল মাসের ৬ টি রোযার ফযিলত আমরা হাদীস থেকে জানতে পারি –

ইয়াহইয়া ইবনু আয়্যুব, কুতায়বা ও আলী ইবনু হুজর ( রহঃ) ……আবূ আয়্যুব আনসারী (রাঃ) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম বলেন , যে ব্যাক্তি রমদান মাসের সিয়াম পালন করল, তারপর শাওয়াল মাসে ছয় দিনকে তার অনুগামী করল ( অর্থাৎ ৬ টি সিয়াম পালন করল ),সে যেন সারা বছর রোযা রাখল ।

সহীহ মুসলিম ( ইসলামিক ফাউন্ডেশন) হাদীস নং ২৬২৯,তিরমিযী ৭৫৯,আবূ দাঊদ ২৪৩৩, আহমেদ ২৩০২২, ২৩০, দারেমী ১৭৫৪, বায়হাকী ৪/৩০২, সুনান ইবনু মাজাহ ১৭১৬

শাওয়াল মাসের রোযা আমাদের জন্য রামাদান মাসের পর বিশেষ উপহার সরূপ।

সহায়ক ওয়েব সাইট:

https://www.hadithbd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *