রমাদান মাসের এক মাস রোযার পর ঈদ উদযাপন করে নানা কাজে ব্যস্ত হয়ে পড়ি। শাওয়াল মাসের রোযা রাখার কথা ভুলে যাই। আমরা একটু চেষ্টা করলে শাওয়াল মাসের রোযাগুলো রাখতে পারি । শাওয়াল মাসের ৬ টি রোযার ফযিলত আমরা হাদীস থেকে জানতে পারি –
ইয়াহইয়া ইবনু আয়্যুব, কুতায়বা ও আলী ইবনু হুজর ( রহঃ) ……আবূ আয়্যুব আনসারী (রাঃ) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম বলেন , যে ব্যাক্তি রমদান মাসের সিয়াম পালন করল, তারপর শাওয়াল মাসে ছয় দিনকে তার অনুগামী করল ( অর্থাৎ ৬ টি সিয়াম পালন করল ),সে যেন সারা বছর রোযা রাখল ।
সহীহ মুসলিম ( ইসলামিক ফাউন্ডেশন) হাদীস নং ২৬২৯,তিরমিযী ৭৫৯,আবূ দাঊদ ২৪৩৩, আহমেদ ২৩০২২, ২৩০, দারেমী ১৭৫৪, বায়হাকী ৪/৩০২, সুনান ইবনু মাজাহ ১৭১৬
শাওয়াল মাসের রোযা আমাদের জন্য রামাদান মাসের পর বিশেষ উপহার সরূপ।
সহায়ক ওয়েব সাইট: