শবে বরাত- কুরআন ও হাদীসের আলোকে

Print Friendly, PDF & Email

Loading

আমাদের সমাজের এতো বেশী প্রচলিত একটি শব্দ যে , আমরা মুসলমানরা সবাই এ শব্দের সাথে   পরিচিত । এরাতে মসজিদে গিয়ে রাত্রি জাগরণ করতে হয় । রুটি হালুয়া বানিয়ে খাওয়া। জিকির, নফল নামায ইত্যাদির মাধ্যমে রাত্রি উদযাপন করা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি দৃশ্য । নতুন নতুন অনুষ্ঠান প্রচলন করার মাধ্যমে সমাজের এক শ্রেণী লাভবান হচ্ছে। তারা আরো সুন্দর অনুষ্ঠান করার ইচ্ছুক। নবীর জন্য অনেক ভালবাসা , জাক জমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করে !

শবে বরাত অর্থ

শবে বরাত শব্দটি আরবী এবং ফার্সির সংমিশ্রণ ।

“শব” ফার্সি শব্দ অর্থ “রাত”  

“বরাত”  বাংলায় “ভাগ্য” বুঝায়।  

শবে বরাত অর্থ  হয় ভাগ্য রজনী।

কিন্তু আরবীতে “বারআত” শব্দটির অর্থ বিমুক্তি, নির্দোষ প্রমাণ হওয়া অর্থে ব্যবহার হয়। তাই শবে বারআত  বা “লাইলাতুল বারআত” অর্থ  “বিমুক্তির রাত”।শাবান মাসের মধ্যম রজনী বুঝানো হয়।

১. শবে বরাত অর্থ ভাগ্য রজনী(প্রচলিত অর্থ)

২. শবে বারাআত অর্থ  বিমুক্তির রজনথ ।(প্রকৃত অর্থ)

তাহলে আমারা বলতে পারি- শবে বরাত অর্থ বিমুক্তির রজনী, ভাগ্য রজনী নয় ।

কুরআনের আলোকে

শবে বরাত সম্পর্কে কুরআনে সুস্পষ্ট আয়াত নেই। সূরা “দুখানে” ১-৪ আয়াতে বলা হয়েছে-

১. হা মিম

২. শপথ সুস্পষ্ট কিতাবের

৩. আমি ইহা অবতীর্ণ করেছি মুবারক রাতে, আমিতো সতর্ককারী

৪. এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয় ।

৩ নং আয়াতে যে “মুবারকপূর্ণ” রাতের কথা বলা হয়েছে সেটা কেউ কেউ শবে বরাত মনে করেন ।আল কুরআন এ অন্য সূরাতে বলা হয়েছে কুরআন মাহিম্বনিত রাতে অবতীর্ণ হয়েছে । আল্লাহ তা’আলা বলেন-

নিশ্চয়ই আমি ইহা অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে

                            (সূরা ক্বাদর ৯৭ঃ০১)

এই মহিমান্বিত রাতটির মাস সম্পর্কে কুরআনেই বলা হয়েছে। সূরা বাকারার ১৮৫ নং আয়াতে-

রমযান মাস, যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে ।      

                            ( সূরা বাকারা ২:১৮৫)

মুবারকপূর্ণ, মহিমান্বিত রাতটি রমযান মাসের শেষ দশকের বিজোড় রাত্রি। কুরআনে মুবারক রাত্রি বলতে শবে বরাত অর্থাৎ মধ্য শাবানকে বুঝানো হয়নি, এটা রমযান মাসকে বুঝানো হয়েছে ।

1 thought on “শবে বরাত- কুরআন ও হাদীসের আলোকে”

  1. Pingback: শবে কদরের মর্যাদা ও আমাদের করণীয় » islamic world

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *