আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
রসূল (সাঃ) বলেছেন-
ধ্বংসকারী সাতটি কাজ থেকে তোমরা বেঁচে থাকবে । প্রশ্ন করা হলো – হে আল্লাহর রসূল সেগুলো কি? তিনি বললেনঃ
১. আল্লাহর সাথে শরীক করা
২. যাদু করা
৩. আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা
৪. ইয়াতীমের মাল অন্যায়ভাবে আত্নসাৎ করা
৫. সুদ খাওয়া
৬. যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা এবং
৭. সাধ্বী, সরলমনা ও ইমানদার নারীর প্রতি অপবাদ আরোপ করা ।
সহীহ বুখারী- ২৫৭৮ (ইসলামিক ফাউন্ডেশন)
Allahu Akbor