জান্নাতী ও জাহান্নামী লোকদের পরিচয়

Print Friendly, PDF & Email

Loading

এই হাদীসের আলোকে  আমরা আমাদের জীবনেকে আরো সুন্দর করতে পারি। আমরা জান্নাতের পথের যাত্রী হতে পারি।   

আবূ নুআঈম (রহঃ)… হারিস ইবনু ওয়াহব খুযাই (রাঃ) হতে বর্ণিতঃ তিনি বলেন – আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, আমি কি তোমাদের জান্নাতী লোকদের পরিচয় বলব না ? তারা দুর্বল এবং অসহায়, কিন্তু তারা যদি কোন বিষয় আল্লাহর নামে শপথ করে ফেলেন, তাহলে তা পূরণ করে দেন। এবং আমি কি তোমাদের জাহান্নামী লোকদের পরিচয় বলব না? যারা রুঢ় স্বভাব, অধিক মোটা এবং অহংকারী তারাই জাহান্নামী।

সহীহ বুখারী , হাদিস নং ৪৫৫৩ (ইসলামিক ফাউন্ডেশন)

সহীহ বুখারী , হাদিস নং ৪৯১৮ (তাওহীদ পাবলিকেশন)

আল্লাহ্‌ আমাদের সবাইকে জাহান্নামের কঠিন আযাব হতে রক্ষা করুন।আমিন।।

1 thought on “জান্নাতী ও জাহান্নামী লোকদের পরিচয়”

  1. Pingback: নিয়তের গুরুত্ব ও তাৎপর্য » islamic world

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *