শাবান মাসের পরেই রমযান মাস। তাই রমযানের প্রস্তুতি স্বরূপ শাবান মাসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সওম পালন করতেন।
হাদিসটি –
ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) … আয়িশা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস ব্যাতীত বছরের অন্য কোন মাসে এত অধিক সওম পালন করতেন না । তিনি বলতেনঃ “তোমরা যথাসাধ্য অধিক পরিমাণে ভাল কাজ কর। কারণ আল্লাহ তা’আলা সওয়াব দিতে কখনও ক্লান্ত হন না বরং তোমরাই আমল করতে করতে ক্লান্ত হয়ে পড় ।” তিনি আরও বলতেনঃ “বান্দা যে কাজ নিরবিচ্ছিন্নভাবে করতে পারে, তাই আল্লাহর কাছে অধিক প্রিয়- তার পরিমাণ কম হলেও।”
মুসলিম শরীফ তৃতীয় খণ্ড, হাদীস নং ২৫৯৪ (ইসলামিক ফাউন্ডেশন )
সহীহ মুসলিম চতুর্থ খণ্ড, হাদীস নং ২৫৫৯ (বাংলাদেশ ইসলামিক সেন্টার ঢাকা )
আমাদের সবাইকে শাবান মাসের কিছু সওম পালন এবং বেশী বেশী আমল করার তাওফিক দান করুন ।